Doctor Beaten: কড়েয়ায় চিকিৎসককে মারধরের অভিযোগ
Continues below advertisement
করোনা (Corona) আবহে ফের চিকিৎসককে মারধরের (Doctor Beaten) অভিযোগ। ঘটনাটি ঘটেছে কড়েয়া থানা এলাকার ব্রড স্ট্রিটে। চিকিৎসকের বাইকের সঙ্গে অন্য বাইকের ধাক্কা। দুঃখপ্রকাশ করা সত্ত্বেও চিকিত্সককে ‘মারধর’। অভিযুক্তকে আটক করেছে কড়েয়া থানার পুলিশ।
শ্বশুরবাড়িতে জামাইকে খুনের চেষ্টার অভিযোগ। একবালপুরের ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়ে ও স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যান ওই যুবক। বচসার জেরে গলায় নাইলনের দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা। কী কারণে খুনের চেষ্টা, খতিয়ে দেখছে দক্ষিণ বন্দর থানার পুলিশ।
অন্য়দিকে, পার্ক হোটেলকাণ্ডে জেনারেল ম্যানেজারকে তলব করল লালবাজার। জেনারেল ম্যানেজার ছাড়া আরও ৯ জনকে করা হবে জিজ্ঞাসাবাদ। বিদেশিনীদের নামেও ঘর বুক করা হত বলে সূত্রের খবর। পার্টির জন্য মহিলাদের নামে বুক ছিল হোটেলের ঘর।
Continues below advertisement
Tags :
Doctor ABP Ananda ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Bengali News Doctor Beaten Ballygunge Karaya Police Station 17 July News Karaya