Kolkata Metro Resume: ৫০% যাত্রী নিয়ে 'আনলক' মেট্রো

আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হল মেট্রো পরিষেবা (Metro)। এই পরিষেবা পাওয়া যাবে সোম থেকে শুক্র। কার্যত লকডাউনে আজ থেকে যে সব ছাড় দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে মেট্রো পরিষেবাও (Kolkata Metro)। মেট্রো রেল সূত্রে খবর, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালানো হবে মেট্রো।  নিউ গড়িয়া- (New Garia) দক্ষিণেশ্বর (Dakshineswar) রুটে আপ ও ডাউন মিলিয়ে ১৯২টি মেট্রো চালানো হবে। ইস্ট-ওয়েস্টে (East West Metro) চলবে ৪৮টি মেট্রো।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola