Morning Headlines: রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট জমা, CBI চায় কমিশন
কমিশনের (National Human Rights Commission of India) কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক। ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত করা হল জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick), উদয়ন (Udayan Guha) থেকে সওকত, সুফিয়ান, জীবন সাহা (Jiban Saha)। নেপথ্যে চক্রান্ত দাবি নেতাদের।
ভোট পরবর্তী ধর্ষণ, খুনের ঘটনায় সিবিআই (CBI) চায় জাতীয় মানবাধিকার কমিশন। হাইকোর্টে ৫০ পাতার রিপোর্টে রাজ্যকে তীব্র আক্রমণ। গোটা বিচারপর্ব রাজ্যের বাইরে করার আবেদন।
"বাঙলায় আইনের শাসনের বদলে চলছে শাসকের আইন। পরিস্থিতির বদল না হলে না হলে বাজবে গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা। ছড়িয়ে পড়বে অন্য রাজ্যেও।" হাইকোর্টের (Calcutta High Court) রিপোর্ট। উদ্বিগ্ন কমিশনের। ভোটের পর্যবেক্ষণে সিটের প্রস্তাব।
দু'মাসে রবীন্দ্রনাথের মাটিতে খুন, ধর্ষণ, ভিটে ছাড়া হয়েছে মানুষ। অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। "চিত্ত যেথা ভয়শূন্য" উদ্ধৃত হলে রিপোর্টের ছত্রে ছত্রে আক্রমণ কমিশনের। সাক্ষীদের সুরক্ষায় উদ্বেগ।