Kolkata Metro service: মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার দিনে অফিস টাইমে ব্যস্ত এসপ্ল্যানেড স্টেশন
আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হল মেট্রো (Kolkata Metro) পরিষেবা। এই পরিষেবা পাওয়া যাবে সোম থেকে শুক্র। কার্যত লকডাউনে আজ থেকে যে সব ছাড় দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে মেট্রো (Metro) পরিষেবাও। মেট্রো রেল সূত্রে খবর, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালানো হবে মেট্রো। নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন মিলিয়ে ১৯২টি মেট্রো চালানো হবে। ইস্ট-ওয়েস্টে চলবে ৪৮টি মেট্রো। টোকেন-টিকিট নয়, স্মার্ট কার্ডে যাতায়াত।
এসপ্ল্যানেড স্টেশনে যাত্রীদের ভিড় হতে শুরু করেছে। অফিস চালু হয়ে যাওয়ায় মেট্রো চালু হওয়ায় যাত্রীদের অনেকটাই সুবিধা হয়েছে। ১৫ মে শেষ সাধারণের জন্য মেট্রো চলেছিল। মাঝে দু'মাস মেট্রো পরিষেবা বন্ধ ছিল। এই দু'মাসের মধ্যে যাঁদের স্মার্ট কার্ডের সময়সীমা উত্তীর্ণ হচ্ছে, তাঁদের আলাদা করে কার্ড রিনিউ করাতে হবে না। কাউন্টারে গিয়ে যোগাযোগ করলেই তাঁদের যতদিন বাকি ছিল, সেটি আজকের দিন থেকে শুরু করে যুক্ত হয়ে যাবে।