Kolkata Metro: সপ্তাহে ৫ দিন ৫০% যাত্রী নিয়ে শুরু মেট্রো পরিষেবা, স্মার্ট কার্ডেই যাতায়াত
Continues below advertisement
আনলক কলকাতা মেট্রো (Metro)। করোনা আবহে দু’মাস পরে জনসাধারণের জন্য শুরু হল মেট্রো পরিষেবা (Kolkata Metro)। আপাতত সপ্তাহের প্রথম পাঁচ দিন মেট্রো ব্যবহার করতে পারবেন জনসাধারণ। শনিবার চলবে শুধুমাত্র স্টাফ স্পেশাল। রবিবার বন্ধ থাকবে পরিষেবা। শনিবার মেট্রো চলবে। তবে সাধারণ যাত্রীরা ওই দিন সফর করতে পারবেন না। কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই ওইদিন ট্রেনে সফর করতে পারবেন। শনিবার ৫২ জোড়া অর্থাৎ ১০৪টি ট্রেন চলবে। রবিবার মেট্রোর চাকা গড়াবে না। ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হল মেট্রো পরিষেবা। কিন্তু, অফিস টাইমে মেট্রোয় ভিড়ের ছবি দেখে উদ্বিগ্ন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে বিধি না মানলে বড় বিপদ নেমে আসবে। এই পরিস্থিতিতে বাড়ছে মেট্রোর সংখ্যাও। আগামী সোমবার থেকে চলবে ২০৮টি মেট্রো।
Continues below advertisement
Tags :
Kolkata ABP Ananda Kolkata Metro ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Bengali News Metro Metro Service In Kolkata 17 July News Metro Service Resume