Kolkata Molestation: 'এর থেকে দুঃখজনক ঘটনা আর কিছুই হতে পারে না', পুলিশকর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে পঙ্কজ দত্ত । Bangla News
পুলিশকর্মীর বিরুদ্ধেই মহিলার শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় সিভিক ভলান্টিয়ার অভিষেক মালাকারকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে এএসআই সন্দীপ কুমার পালকেও। পুলিশকর্মীর বাইকেই আসানসোলের মহিলার শ্লীলতাহানির অভিযোগ। করুণাময়ী থেকে উল্টোডাঙা যাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন মহিলা। বাইকে যাচ্ছিলেন পুলিশকর্মী, লিফট চান মহিলা। বাইকে লিফট দেওয়ার নামে শ্লীলতাহানির অভিযোগ।
এ বিষয় রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বলেন, আমি শুধুমাত্র উদ্বিগ্ন না। পুলিশ মানে ভরসা, আশা এবং বিশ্বাসের প্রতীক। আমি যদি কখনও বিপদে পরে পুলিশের কাছে যাই, আমি জানব আমি আশ্রয় পেলাম। আমাকে কেউ কখনও ঠকাবে না, কেউ কোনও বিপদে ফেলবে না। ইনি একজন মেয়ে। সে রাত ১টার সময় বিপদে প়ড়েছে। তাঁকে তো সমস্ত রকম ভাবে সাহায্য করতে হবে। তার পরিবর্তে সে যদি থানায় গিয়ে অভিযোগ করে, যে তাঁর কেউ শ্লীলতাহানি করেছে, তাহলে এর থেকে দুঃখজনক ঘটনা আর কিছুই হতে পারে না।