Kolkata Municipal Corporation Election: কলকাতা পুরভোটের ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রচারে মা-মেয়ের যুগলবন্দি, পূজাকে গাইড করছেন শশী পাঁজা| Bangla News
একসঙ্গে দুই প্রজন্ম। পদে পদে গাইড করছেন মা। কলকাতা পুরভোটের ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রচারে মা-মেয়ের যুগলবন্দি। ইনি পূজা পাঁজা। এখনও হাতে গোণা কয়েকজন আছেন, যাঁরা তাঁর ঠাকুর্দা অজিত পাঁজার সঙ্গে রাজনীতি করেছেন। মায়ের সঙ্গে রাজনীতি করেছেন অনেকেই। উত্তর কলকাতায় পাঁজা পরিবারের তৃতীয় প্রজন্ম এবার রাজনীতির অঙ্গনে। মা, ঠাকুর্দার স্টাইলে অবলীলায় ঢুকে যাচ্ছেন বাড়িতে বাড়িতে। হাসিমুখে শুনছেন অভাব-অভিযোগের কথা। প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী দিন পাশে থাকার।
৮ নম্বর ওয়ার্ড এবার তৃণমূলের প্রার্থী মন্ত্রী শশী পাঁজার কন্যা পূজা। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ সিংহ, সিপিএমের মাধব বসু ও কংগ্রেসের তপন শীল। ভোটের ময়দানে প্রথম হলেও, রাজনীতিতে নবাগত নন পূজা। যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি। মায়ের সঙ্গে এর আগে ভোটের প্রচারে বেরিয়েছেন। এবার মা যেন গাইডের ভূমিকায়। জমি তৈরি করে দিয়েছেন মা শশী পাঁজা। সেই জমিতে ঘাসফুল ফোটানোর চ্যালেঞ্জ পূজার।