Kolkata Municipal Corporation Election: কোথাও আক্রমণ, কোথাও সৌজন্য, রাজনীতির দুই ছবি রবিবারের প্রচারে| Bangla News

Continues below advertisement

আক্রমণ, পাল্টা আক্রমণে একে অপরকে বিঁধছে শাসক থেকে বিরোধী, সব পক্ষ। কলকাতা পুরভোট উপলক্ষে রবিবার দলীয় প্রার্থীর সমর্থনে বেহালার তারাতলায় প্রচারে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এখানেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন বিধানসভার বিরোধী দলনেতা। শুভেন্দু এই দাবি করতেই, খোঁচা দিয়েছে সিপিএমও। পাল্টা আক্রমণ কুণালের (Kunal Ghosh)। তবে ভোট-বাজারে সবসময়ই যে একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি চলে, তা কিন্তু নয়। রয়েছে সৌজন্যের ছবিও। এই যেমন এই ছবিটা।২৮ নম্বর ওয়ার্ডে একদিকে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলের কুণাল ঘোষ। অন্যদিকে জনসংযোগ সারছিলেন সিপিএমের রবীন দেব, সুজন চক্রবর্তীরাও। আর তাঁদের দেখেই এগিয়ে এলেন কুণাল। রবীন দেবকে (Rabin Deb) প্রণাম আর সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) সঙ্গে হাত মেলালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। এখানেই শেষ নয়। তৃণমূলের প্রচার চলাকালীনই মিছিল করছিল সিপিএম। আর তা দেখেই নিজেদের কর্মসূচিতে সাময়িক বিরতি দেয় শাসক দল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram