ABP Impact : এবিপি আনন্দের খবরের জের, অবশেষে এসএসকেএমে বেড পেলেন রোগী| Bangla News

Continues below advertisement

এবিপি আনন্দের খবরের জের, অবশেষে বেড পেলেন রোগী। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরেই এসএসকেএমে ভর্তি নেওয়া হল। এসএসকেএমের এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন ওই রোগী।

ট্রেনে উঠতে গিয়ে শনিবার পায়ে আঘাত পান সঞ্জীব মণ্ডল। বেড নেই বলে বহরমপুর থেকে কলকাতায় রেফার করা হয় বলে অভিযোগ। ‘পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় সঙ্কটজনক রোগীকে ফেরায় ৩ হাসপাতাল। এসএসকেএম, এনআরএস, চিত্তরঞ্জন হাসপাতাল প্রত্যাখ্যান করে। রবিবার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সঞ্জীব মণ্ডলকে। একদিনের চিকিৎসা বাবদ ৭০০০০ টাকা বিল মেটায় রোগীর পরিবার। পরে বাধ্য হয়ে ফের এসএসকেএমে ভর্তি করানো হয় রোগীকে। বেড নেই বলে ফের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় এসএসকেএম’, এমনই অভিযোগ রোগীর পরিবারের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram