Kolkata: 'গঙ্গা মায়ের থেকে করোনা বড় নয়, সব পাপ ধুয়ে যাবে গঙ্গায়', বিধি উড়িয়ে দাবি পুণ্যার্থীদের | Bangla News

Continues below advertisement

গঙ্গাসাগরের ভিড় উপচে পড়ছে কলকাতাতেও (Kolkata)। বিভিন্ন রাজ্য থেকে যেসব মানুষ গঙ্গাসাগরে যাওয়ার জন্য আসছেন, তাঁরা এসে জড়ো হচ্ছেন বাবুঘাটে (Babughat)। এরপর ছড়িয়ে পড়ছেন শহরের বিভিন্ন জায়গায়। বাজে কদমতলা ঘাটের ভিড় আঁতকে ওঠার মতো। অনেকের মুখেই নেই মাস্ক, শিকেয় দূরত্ববিধি। এমনকি পুলিশের নজরদারিও চোখে পড়ছে না। মাস্ক না পরা অতি উৎসাহী পুণ্যর্থী বলেন, "সব ঠিক আছে, সব ভালো আছে। গঙ্গা মায়ের থেকে করোনা বড় নয়। গঙ্গা মা সবার পাপ ধুয়ে দেয়, করোনা কোন জিনিস!" কেউ আবার বলেন, "করোনাকে শেষ করতে এসেছি। ভগবানের থেকে করোনা বড় নয়।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram