Kolkata Police: গাড়ির কাগজ চাইতেই সার্জেন্টকে গালিগালাজ, বেলেঘাটায় গ্রেফতার দুই
বেলেঘাটায় বিল্ডিং মোড়ের কাছে ট্র্যাফিক সার্জেন্টকে গালিগালাজ করা ও নিগ্রহের অভিযোগ। ভাইরাল ঘটনার ভিডিও। গ্রেফতার করা হয়েছে কড়েয়ার বাসিন্দা দুই ভাইকে। পুলিশ সূত্রে খবর, গাড়ির নথি পরীক্ষা করতে চাওয়ায় কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্টকে নিগ্রহ করা হয়। এরপর ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, টাকা নিয়ে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠল সরকারি স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোলাঘাটে পাইকপাড়ি গ্রামীণ হাসপাতালে। ঘটনায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিডিও-র গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, ওই গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে না বলে নোটিস টাঙিয়ে দেওয়া হয়। কিন্তু ঘুরপথে টাকার বিনিময়ে সেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। একজন ভ্যাকসিন নিলে নেওয়া হচ্ছে ৫০০ টাকা, দু'জন একসঙ্গে ভ্যাকসিন নিলে ৮০০ টাকা নেওয়া হচ্ছে। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তদন্তের আশ্বাস দিয়েছেন কোলাঘাটের বিডিও।