Kolkata Water Contamination : ভোটের মুখে খাস কলকাতায় পানীয় জলে দূষণের আতঙ্ক, ডায়েরিয়ায় মৃত্যুর অভিযোগ
পানীয় জল দূষণের জেরে আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দি বিজেপি নেত্রী পামেলা গোস্বামী অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনটাই তাঁর পরিবার সূত্রে দাবি। সংশোধনাগারে আজ এক বন্দির মৃত্যুর পিছনেও জল দূষণের ঘটনাকেই সন্দেহ করছে কর্তৃপক্ষ। ৭৩ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তিরও ডায়েরিয়ায় মৃত্যু হয়েছে বলে তাঁর পরিবারের দাবি। পুর প্রশাসনের দাবি, এলাকায় সকাল, বিকেলে পাঠানো হচ্ছে পানীয় জলের গাড়ি।