Baghbazar: বাগবাজারে রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া, বৃদ্ধের পচাগলা দেহ আগলে স্ত্রী-মেয়ে

Continues below advertisement

রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া এবার বাগবাজারে। বৃদ্ধের পচাগলা দেহ আগলে বসেছিলেন স্ত্রী ও মেয়ে। মৃতের নাম দিগ্বিজয় বসু। স্থানীয় সূত্রে খবর, মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাগবাজারের বাড়িতে থাকতেন ৭০ বছরের বৃদ্ধ। বেশ কিছুদিন তাঁকে দেখতে পাননি প্রতিবেশীরা। গতকাল রাতে দুর্গন্ধ পেয়ে শ্যামপুকুর থানায় খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান, অসুস্থতার কারণে কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। মৃতের স্ত্রী ও মেয়েকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

লোকসভায় কংগ্রেসের দলনেতার পদ থেকে কী সরানো হবে অধীর চৌধুরীকে (Adhir Chowdhury)? প্রদেশ কংগ্রেস কি নতুন সভাপতি পাবে? আজ বিকেলে সনিয়া গাঁধীর ভার্চুয়াল বৈঠকে মিলতে পারে উত্তর। পদ থেকে অব্যাহতির বিষয়ে তাঁর কিছুই জানা নেই, দাবি অধীর চৌধুরীর।

অন্যদিকে,  বিধানসভা উপনির্বাচন আগে না পুরভোট? তাই নিয়ে এখন তৃণমূল (TMC) বিজেপির (BJP) মধ্যে জোর দড়ি টানাটানি। রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে অবিলম্বে ভোটের দাবি জানিয়ে বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন ৬ তৃণমূল সাংসদ। এরই মধ্য়ে অবিলম্বে পুরভোট করানোর দাবিতে মঙ্গবার সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেয় বামেরা।  কলকাতা-সহ রাজ্যের শতাধিক পুরসভার ভোট এখনও বকেয়া। অন্যদিকে, ভবানীপুর, উত্তর ২৪ পরগনার খড়দা, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, কোচবিহারের দিনহাটা ও নদিয়ার শান্তিপুরে উপনির্বাচন হওয়ার কথা। এছাড়া ভোট হওয়া বাকি আছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিুপুর বিধানসভা কেন্দ্রে। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে পরাজিত হন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। এই ফলাফলকে চ্য়ালেঞ্জ করে আদালতে গেছেন তিনি। নিয়ম মতো সরকার গঠনের ছয় মাসের মধ্য়ে কোনও আসন থেকে জিতে আসতে হবে মুখ্য়মন্ত্রীকে। ইতিমধ্যেই মমতা বন্দ্য়োপাধ্যায়ের পুরনো কেন্দ্রে ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাই ভবানীপুরে ফের ভোট হবে। সেখান থেকেই মুখ্য়মন্ত্রীর ভোটে লড়ার কথা। তাই এই পরিস্থিতিতে উপনির্বাচন কবে হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram