Morning Headlines: মুকুলকে PAC-র চেয়ারম্যান করার প্রতিবাদে বিধানসভার স্ট্য়াডিং কমিটি থেকে ইস্তফা ৮ বিজেপির বিধায়কের
মুকুল রায়কে (Mukul Roy) পিএসির (PAC) চেয়ারম্যান করার প্রতিবাদ। বিধানসভার আটটি স্ট্য়াডিং কমিটি থেকে ইস্তফা বিজেপির (BJP)। প্রথাভঙ্গের অভিযোগে রাজ্যপালের (Jagdeep Dhankhar) কাছে নালিশ। "অধ্যক্ষের সিদ্ধান্তই তো চূড়ান্ত।" পাল্টা তৃণমূল (TMC)।
মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকরে রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষের কাছে যাচ্ছে বিজেপি। "যা করেছি আইন মেনে। রাষ্ট্রপতি, রাজ্যপাল যেখানে খুশি যেতে পারে।" প্রতিক্রিয়া বিধানসভার অধ্যক্ষের।
ভবানীপুর, খড়দা-সহ সাত কেন্দ্রে দ্রুত উপনির্বাচন চায় তৃণমূল। বৃহস্পতিবার কমিশনে যাচ্ছে ছয় সাংসদ। "আগে পুরভোট না করিয়েই এত তাড়াহুড়ো কেন?" প্রশ্ন শুভেন্দুর (Suvendu Adhikari)।
মঙ্গলকোটে তৃণমূল নেতাকে গুলি করে খুন। তদন্তে সিআইডি (CID)। বিজেপির দুষ্কৃতীদের হামলা, দাবি অনুব্রতর (Anubrata Mandal)। সিন্ডিকেট রাজ্যের প্রতিবাদ করায় খুন। ভিন্ন সুর পরিবারের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দাবি বিজেপির।
ভোট পরবর্তী অশান্তি। কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর ডিএনএ (DNA) পরীক্ষার নির্দেশ হাইকোর্টের। "সাত দিনের মধ্যে মুখবন্ধ খামে দিতে হবে রিপোর্ট।" হাইকোর্টে চূড়ান্ত রিপোর্ট পেশ মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির।
আদি-নব্য দ্বন্দ্বে বর্ধমানে দিলীপের (Dilip Ghosh) সভাতেই বিশৃঙ্খলা।
করোনা আবহে (Corona) এবার ভার্চুয়ালি তৃণমূলের ২১ জুলাই পালন। ভিডিও বার্তা মমতার (Mamata Banerjee)।