Kumartuli: পুজোর বাকি ১০০ দিন, ঘুরে দাঁড়াবার আশায় বুক বেঁধেছে কুমোরটুলি

Continues below advertisement

পুজোর (Durga Puja) বাকি আর ১০০ দিন। করোনাকালে (Corona) পুজোর জন্য পরিচিত ক্লাবে কোথাও অক্সিজেন পার্লার, কোথাও সেফ হোম (Safe Home)। বাজেট বুঝে ছোট আকারে পুজোর প্রস্তুতি। কোথাও আবার কম জৌলুসের ভাবনা। তবে কুমোরটুলির (Kumartuli) অবস্থা কিন্তু গতবছরের মতোই সঙ্গীন। গতবারের মতোই এবারেও অনিশ্চয়তা কাজ করছে। কতটা বরাত আসবে, তা নিয়েই অনিশ্চয়তা। অন্যান্য বছরে পুজোর ১০০ দিন আগে থেকেই বিপুল আয়োজনের ছবি দেখা যায় গোটা কুমারটুলিজুড়ে। কিন্তু এবারের ছবিটা গতবছরের মতোই ম্লান। একজন জানাচ্ছেন, “কোনও কমিটি কীভাবে পুজো করবে, ঠিক করতে পারছে না। কোনও গাইডলাইন মেলেনি এখনও। কোনও অর্ডার আসেনি। কারিগর এনেই বা কী করব?”

পুজোর বাকি মাত্র ১০০ দিন। কিন্তু করোনা আবহে ওলটপালট হয়ে গিয়েছে সব হিসেবনিকেশ। শিল্পীদের সেই ব্যস্ততা নেই পুজোর আঁতুড়ঘরে। মহামারী দূর করে বাংলার ঘরে ঘরে আলো করে আসুন মা দুর্গা, এই প্রার্থনা নিয়ে আলোর বেণু বেজে ওঠার প্রহর গোনা শুরু।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram