Kumortuli: কুমোরটুলি থেকে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিচ্ছে শোলার প্রতিমা

Continues below advertisement

ঢাকে লাঠি পড়তে এখনও কয়েক মাস বাকি। অন্যান্য বারের এই সময়ে কুমোরটুলি (Kumortuli) জুড়ে শুধুই ব্যস্ততার ছবি। কাঠামো বাঁধা, তাতে মাটির প্রলেপ দেওয়া – স্নানযাত্রার দিন থেকেই বায়না আসতে শুরু করে দেয়। কিন্তু এবছর সেই সব চেনা ছবি উধাও। কুমোরটুলির আনাচে কানাচে ব্যস্ততার লেশমাত্র নেই। মারণ ভাইরাসের (Corona) কবল থেকে নিস্তার নেই এবারেও। তবে এরই মধ্যে খানিক আশার আলো। কুমোরটুলি থেকে দক্ষিণ আফ্রিকার (South Africa) উদ্দেশে পাড়ি দেওয়ার জন্য তৈরি প্রতিমা। শোলার সাজ। ফাইবারের এই প্রতিমা খুব শিগগিরি বাক্সবন্দি হয়ে পাড়ি দেবে বিদেশে। সামনেই রথযাত্রা। সেদিনও অনেক প্রতিমার বায়না হয়ে যায়। প্রতিমাশিল্পীদের আশা, এবার হয়তো ঠাকুর মুখ তুলে চাইবেন। নতুন কিছু বরাত আসবে। ফের আগের ছন্দে ফিরবে কুমোরটুলি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram