Lake Gardens: সৌগতর বাড়ির সামনে সিন্ডিকেট-দৌরাত্ম্য, ঘটনায় গ্রেফতার ৮ | Bangla News
Continues below advertisement
সাংসদ সৌগত রায়ের লেক গার্ডেন্সের (Lake Gardens) বাড়ির কাছে সিন্ডিকেট-দৌরাত্ম্যে ধুন্ধুমার। তুমুল সংঘর্ষ, ধারাল অস্ত্রের কোপ, আহত ২। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। হামলা করেছে বিরোধী পক্ষ, আমরা সবাই সিন্ডিকেটের সদস্য, দাবি লেক গার্ডেন্সে সিন্ডিকেট-সংঘর্ষে আহতদের। "এমন ঘটনা ঘটা উচিত হয়নি। বখরা নিয়ে গণ্ডগোলের জের, মন্তব্য সাংসদ সৌগত রায়ের(Sougata Roy)। গতকাল রাত থেকে অশান্তির সূত্রপাত। আক্রান্তরাও তৃণমূল কর্মী ও হামলাকারীরাও তৃণমূল বলে জানা যাচ্ছে। মূলত বখরার সমস্যা নিয়েই অশান্তি। সাংসদের (Saugata Roy) ফোন পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ, এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, এখন চলছে তল্লাশি।
Continues below advertisement
Tags :
Kolkata News ABP Ananda Bengali News ABP Ananda Digital Ajker Bangla Khabar Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Sougata Roy Syndicate Issue Ananda Live এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ কলকাতার খবর সৌগত রায় সিণ্ডিকেট সমস্যা Kolkata Updates