Laxmi Puja 2021: আরবানা আবাসনে ধনদেবীর আরাধনা, আছেন শ্রাবন্তী-অরিন্দম | Bangla News

Continues below advertisement

গগতকাল ও আজ, এ বছর দু’দিন ধরে কোজাগরী লক্ষ্মীপুজো৷ বাংলার ঘরে ঘরে ধনদেবীর আরাধনার প্রস্তুতি৷ সাধারণ গৃহস্থ থেকে সেলিব্রিটি, সবার ঘরেই সাড়ম্বরে লক্ষ্মী বন্দনা।

রীতি অনুযায়ী মা লক্ষ্মী পুজো নেন রাতে৷ কোজাগরী পূর্ণিমার চাঁদ ওঠার পর পুজো শুরু হয়। কোজাগরী শব্দের অর্থ কে জাগে রে? বা কে জেগে আছে? রাতে দেবীর আরাধনা করাই লক্ষ্মী আরাধনার চিরাচরিত রীতি৷ কথিত আছে, কোজাগরী পূর্ণিমার রাতে মর্ত্যে নেমে আসেন দেবী৷ যে ভক্ত রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁকে আশীর্বাদ করেন তিনি৷ গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন৷ শ্বেতপদ্ম ও শ্বেতচন্দনে লক্ষ্মীর আরাধনা করতে হয়৷ ফলমূলের পাশাপাশি চিঁড়ে এবং নারকেল লক্ষ্মীপুজোয় আবশ্যিক৷ একে চিপিটক বলে৷ রীতি অনুযায়ী পুজো শেষে সারারাত পাশা খেলতে হয়৷

আরবানা আবাসনেও আয়োজন করা হয়েছে দেবী আরাধনার। কোজাগরী লক্ষ্মীপুজো কার্যত সর্বজনীন পুজোর রূপ নিয়েছে। পুজোয় উপস্থিত হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রয়েছেন অরিন্দম শীলও। 'বৃহত্তর পরিবারকে নিয়ে উপভোগ করছি', জানালেন অরিন্দম। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram