Laxmi Puja 2021: আরবানা আবাসনে ধনদেবীর আরাধনা, আছেন শ্রাবন্তী-অরিন্দম | Bangla News
গগতকাল ও আজ, এ বছর দু’দিন ধরে কোজাগরী লক্ষ্মীপুজো৷ বাংলার ঘরে ঘরে ধনদেবীর আরাধনার প্রস্তুতি৷ সাধারণ গৃহস্থ থেকে সেলিব্রিটি, সবার ঘরেই সাড়ম্বরে লক্ষ্মী বন্দনা।
রীতি অনুযায়ী মা লক্ষ্মী পুজো নেন রাতে৷ কোজাগরী পূর্ণিমার চাঁদ ওঠার পর পুজো শুরু হয়। কোজাগরী শব্দের অর্থ কে জাগে রে? বা কে জেগে আছে? রাতে দেবীর আরাধনা করাই লক্ষ্মী আরাধনার চিরাচরিত রীতি৷ কথিত আছে, কোজাগরী পূর্ণিমার রাতে মর্ত্যে নেমে আসেন দেবী৷ যে ভক্ত রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁকে আশীর্বাদ করেন তিনি৷ গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন৷ শ্বেতপদ্ম ও শ্বেতচন্দনে লক্ষ্মীর আরাধনা করতে হয়৷ ফলমূলের পাশাপাশি চিঁড়ে এবং নারকেল লক্ষ্মীপুজোয় আবশ্যিক৷ একে চিপিটক বলে৷ রীতি অনুযায়ী পুজো শেষে সারারাত পাশা খেলতে হয়৷
আরবানা আবাসনেও আয়োজন করা হয়েছে দেবী আরাধনার। কোজাগরী লক্ষ্মীপুজো কার্যত সর্বজনীন পুজোর রূপ নিয়েছে। পুজোয় উপস্থিত হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রয়েছেন অরিন্দম শীলও। 'বৃহত্তর পরিবারকে নিয়ে উপভোগ করছি', জানালেন অরিন্দম।