Local Train Service: লোকাল ট্রেন চালুর পর প্রথম কাজের দিন, কীভাবে সামাল দেওয়া যাবে ভিড়? | Bangla News

Continues below advertisement

রবিবার গড়িয়েছে ট্রেনের চাকা। বেলার দিকে হয়েছিল ভিড়ও। আজ লোকাল ট্রেন চালুর পর প্রথম কাজের দিন। আজ কাজের দিনে অফিস টাইমে কীভাবে ভিড় সামলানো যাবে, সেটাই চিন্তার। আজ সকালে শিয়ালদা স্টেশনে (Sealdah Station) ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে। বেলা গড়ার সঙ্গে সঙ্গে অফিস টাইমে কীভাবে এই ভিড় সামাল দেওয়া হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। করোনা আবহে প্রায় সাড়ে ৬ মাস বন্ধ থাকার পর, রবিবার থেকে রাজ্যে ফের চালু হয়েছে লোকাল ট্রেন। লোকালের চাকা গড়াতেই ফিরেছে ভিড় ট্রেনের চেনা ছবি। শিয়ালদা শাখায় ভোর থেকে সমস্ত ট্রেনেই ভিড়। কাজের দিনে যাত্রীদের ভিড় সামাল দেওয়াই রেলের অ্যাসিড টেস্ট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram