Morning Headlines: 'আজ খুঁটি পুজো, তেইশে বিজেপিকে বিসর্জন' , ত্রিপুরার দাঁড়িয়ে হুঙ্কার অভিষেকের | Bangla News
'ত্রিপুরায় (Tripura) নিঃশব্দ বিপ্লব শুরু, বিপ্লব দেব এখন বিগ ফ্লপ দেব। আজ খুঁটিপুজো। ২৩শে বিজেপিকে বিসর্জন', ত্রিপুরায় দাঁড়িয়ে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। জমানত বাজেয়াপ্ত হবে, পাল্টা সুকান্ত মজুমদার।
বিজেপির (BJP) ডবল ইঞ্জিন মানে রাজ্যেও চুরি, কেন্দ্রেও চুরি। ভবিষ্যতে দিল্লি পরিচালনা করবে ত্রিপুরা। ২০২৩ সাল পর্যন্ত মাটি আঁকড়ে পড়ে থাকব', হুঁশিয়ারি অভিষেকের। লাভ হবে না, পাল্টা বিজেপি।
নভেম্বরে বারবার আসব ত্রিপুরায়। ডিসেম্বরে আস্তাবল ময়দানে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee), ঘোষণা অভিষেকের। বারবার যান, কে বারণ করেছে? পাল্টা বিজেপি।
ত্রিপুরায় অভিষেকের উপস্থিতিতে ৯ মাস পরে ফের তৃণমূলে প্রত্যাবর্তন রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee)। তৃণমূলে ত্রিপুরার বিজেপি-ত্যাগী বিধায়ক। লাইনে আরও ১৫ বিধায়ক, দাবি অভিষেকের।
জেদের বশে ভুল করেছিলাম, ক্ষমা চাইছি, তৃণমূলে যোগ দিয়ে প্রতিক্রিয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের। পদত্যাগ করে দল ছাড়লে ভালো হত, বললেন সুকান্ত। দুর্নীতিগ্রস্থরা ফের দলে কেন? ক্ষুব্ধ কল্যাণ (Kalyan Banerjee)।
৬ মাস বন্ধ থাকার পর ফের চলল লোকাল ট্রেন (Local Train)। খুশি যাত্রীরা। কোথাও মিষ্টিমুখ, কোথাও প্রণাম করে ট্রেনে হকার। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলার নিয়ম থাকলেও কিছু জায়গায় বিধিভঙ্গ।
কৈলাস বিজয়বর্গীয়কে ঘৃণা করি। অরবিন্দ মেনন নিচু স্তরের লোক, ফের বিস্ফোরক তথাগত রায় (Tathagata Roy)। মন্তব্যে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
২৯ নভেম্বর অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোট ঘোষণা নির্বাচন কমিশনের। একইদিনে কেরলের একটি আসনেও উপনির্বাচন।
রাজ্যে করোনায় (Corona) ফের বাড়ল মৃত্যু। দৈনিক সংক্রমণ ৯০০ পার। দেশে কমল দৈনিক মৃত্যু। আক্রান্ত ১২ হাজার ৮৩০। ৮ মাসে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস।
দুবাইয়ে ফের ভরাডুবি। নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার বিরাটদের। ফের ব্যাটিং বিপর্যয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পথ আরও কঠিন।