Mahalaya: পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথিই তর্পণের শ্রেষ্ঠ সময়, মত পুরাণবিদদের | Bangla News

Continues below advertisement

আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসান৷ শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ৷

পিতৃপক্ষের সমাপ্তি, দেবীপক্ষের সূচনা, মহালয়া। মহালয়ার মাহেন্দ্রক্ষণে পিতৃপুরুষের উদ্দেশে কিছু অর্পণই হল তর্পণ। গোটা পিতৃপক্ষজুড়ে তর্পণ করা যায়। তবে পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথিই তর্পণের শ্রেষ্ঠ সময় হিসেবে ধরা হয়।

পৌরাণিক কাহিনিতে কথিত আছে, পূর্ব পুরুষদের উদ্দেশে জলদান করা হলে তাঁরা তৎক্ষাণাৎ গ্রহণ করে আর্শীবাদ করেন। এভাবেই পূর্ব পুরুষদের তৃপ্ত করা হয়।

পুকুর থেকে নদী। যে কোনও জলাশয়ে তর্পণ করার রীতি আছে। মহালয়ার সকালে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ যেন অতীতের ভিত্তিকে একবার ছুঁয়ে দেখা। অতীতকে শ্রদ্ধা জানিয়ে শিকড়ের অভিমুখে ফেরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram