Maidan Snatching: ময়দানে প্রাতর্ভ্রমণকারীকে কোপ মেরে মোবাইল ছিনতাই, SSKM-এ ভর্তি আক্রান্ত

Continues below advertisement

সাতসকালে ময়দান এলাকায় প্রাতর্ভ্রমণকারীকে কোপ মেরে দামী মোবাইল ফোন ছিনতাই। ভোর সাড়ে ৫টা নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, স্কুটার আরোহী দুই দুষ্কৃতী প্রাতর্ভ্রমণকারী যুবককে কোপ মেরে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। আক্রান্ত যুবককে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। পালানোর সময় দুষ্কৃতীরা আরও এক ব্যক্তির কাছ থেকে ছিনতাই করে বলে পুলিশ সূত্রে খবর। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে ময়দান থানার পুলিশ।

অন্যদিকে, সরকারি ত্রাণের চাল-গম চুরির অভিযোগ। মালদার (Malda) রতুয়ার (Ratua) সামশি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। চুরির অভিযোগ উঠেছে তৃণমূল (TMC) প্রধানের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধান। গ্রাহকদের একাংশের অভিযোগ, গত তিন বছর ধরে দুঃস্থদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণের চাল, গম মিলছে না। এমন কী তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান মৃত ব্যক্তির নামে ওই চাল, গম তুলে নিচ্ছেন বলে অভিযোগ। এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। অভিযুক্ত প্রধানের পাশে দাঁড়িয়ে দুর্নীতি যোগের নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মালদার জেলাশাসক। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram