Higher Secondary Result: ২২শে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, রেজাল্ট জানুন abpananda.abplive.in-এ

করোনা পরিস্থিতিতে মাধ্যমিকের মতো এবছর হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষাও। বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এই প্রেক্ষাপটে আগামী ২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ মঙ্গলবার জানিয়েছে, আগামী ২২ জুলাই দুপুর ৩টেয় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। বিগত বছরের মতো এবছরও পরীক্ষার্থীরা https://abpananda.abplive.in ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে। গতবছর তিনদিনের পরীক্ষা বাকি থাকতেই বাতিল হয়েছিল উচ্চমাধ্যমিক। এবার করোনা সংক্রমণের জেরে পুরো পরীক্ষাই বাতিল হয়েছে। স্বাভাবিকভাবেই পরীক্ষার ক'দিন আগে স্কুলে স্কুলে অ্যাডমিট কার্ড পাঠানোর যে রেওয়াজ তা এবার সম্ভব হয়নি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ফলপ্রকাশের পরদিন অর্থাৎ আগামী ২৩ জুলাই স্কুলগুলিকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। যেহেতু এবার অ্যাডমিট কার্ড এখনও পাননি পরীক্ষার্থীরা তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, সংশ্লিষ্ট পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর দিয়েই ওয়েবসাইটে ফল দেখা যাবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola