Mainland China: খাদ্যরসিকদের আনাগোনা শুরু হয়েছে হোটেল, রেস্তোরাঁয়, ভিড় বাড়ছে মেনল্যান্ড চায়নাতেও

Continues below advertisement

খাদ্যরসিকদের আনাগোনা শুরু হয়েছে হোটেল, রেস্তোরাঁয়। ভিড় বাড়ছে মেনল্যান্ড চায়নাতেও (Mainland China)। করোনা (Corona) বিধি মেনে সেখানে চলছে রান্না থেকে খাবার পরিবেশন।  ৩ হাজার ৩০০ কর্মীর ভ্যাকসিনেশনও (Corona Vaccination) হয়েছে বলে মেনল্যান্ড চায়নার কর্তৃপক্ষের দাবি। ইতিমধ্যে পুজোর স্পেশাল মেনুর (Puja Special Menu) প্রস্তুতিও শুরু হয়ে গেছে। হোটেল রেস্তরাঁ এখন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা। একটু একটু করে খাদ্যরসিকদের আনাগোনা শুরু হয়েছে। রসনাতৃপ্তির অন্যতম ঠিকানা মেনল্যান্ড চায়নাতেও বাড়ছে ভিড়। সেখানে রান্না থেকে পরিবেশন, সবকিছুই হচ্ছে করোনাবিধি মেনে। কলকাতায় (Kolkata) মেনল্যান্ড চায়নার চারটি শাখাতেই ব্যস্ততা তুঙ্গে। পাশাপাশি সল্টলেক-সহ পাঁচ জায়গায় খোলা হয়েছে ক্লাউড কিচেন। যেখান থেকে খাবার ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram