Mamata Banerjee Injury: নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রী, CBI তদন্ত চেয়ে আদালতে জনস্বার্থ মামলা, শুক্রবার শুনানি
Continues below advertisement
নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) আহত হওয়ার ঘটনায় সিবিআই (CBI) তদন্ত চেয়ে মামলা দায়েরের অনুমতি চাইলেন এক সমাজকর্মী। তিনি আজ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির কাছে এই মামলা দায়ের করার অনুমতি চান। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনায় সিবিআইয়ের হস্তক্ষেপ প্রয়োজন। ত্রিস্তরীয় নিরাপত্তা ভেদ করে কীভাবে এই হামলা, এই প্রশ্ন তুলে তিনি বিচারপতির কাছ থেকে অনুমতি চান। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও এই অনুমতি দিয়েছেন বলে জানা যাচ্ছে। আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Kolkata Calcutta High Court CBI Probe Mamata Banerjee CHC Mamata Banerjee Attacked Social Worker CBI Probe In Nandigram Incident