Mamata Banerjee Injury: বাঁ পা ফুলে রয়েছে মুখ্যমন্ত্রীর, আজ ফের ইসিজি, করা হবে সিটি স্ক্যানও
এসএসকেএমে (SSKM) ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ওই পায়ের পেশিতেও চোট লেগেছে। মুখ্যমন্ত্রীর বাঁ পা ফুলে রয়েছে। গতকাল রাতে MRI- র পর পায়ে অস্থায়ী প্লাস্টার করা হয়েছে। শুরু হয়েছে অ্যান্টিবায়োটিক। পায়ের ফোলা ভাব কমলে আজ প্লাস্টার করা হতে পারে। আঘাত লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান কাঁধ ও কনুইয়ে। চোট রয়েছে ঘাড়েও। রাতে মুখ্যমন্ত্রীকে ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ইসিজি রিপোর্ট সন্তোষজনক হলেও, বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কথা মুখ্যমন্ত্রী চিকিত্সকদের জানিয়েছেন। বুকে ব্যথার কারণ আঘাতজনিত কিনা জানতে সিটি স্ক্যান করা হবে।এছাড়া, আজ আবার করা হবে ইসিজি (ECG)। ‘উনি যখন এসেছিলেন, তখন সবাই ওনাকে দেখার জন্য এসেছিলেন, ঠেলে ফেলে দেওয়ার ঘটনা দেখিনি’, বক্তব্য এক প্রত্যক্ষদর্শীর।