Morning Headlines: নন্দীগ্রামে Mamata Banerjee-র ওপর ‘হামলা’, SSKM-এ ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে
নন্দীগ্রামে মনোনয়ন পেশের পরই মমতার (Mamata Banerjee) ওপর হামলার অভিযোগ। পায়ে, কোমরে চোট। গ্রিন করিডোর করে নন্দীগ্রাম থেকে আনা হল এসএসকেএমে (SSKM)। মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের গোড়ালিতে চোট। দেহের অন্যান্য অংশেও আঘাত। ৪৮ ঘণ্টা থাকবেন পর্যবেক্ষণে (Observation)। মেডিক্যাল বুলেটিনে জানাল এসএসকেএম। বাঙুরে করা হল এমআরআই (MRI)। ‘কোনও পুলিশ ছিল না’, অভিযোগ মমতার। জেড ক্যাটেগরির সুরক্ষা পান মুখ্যমন্ত্রী, কীভাবে মুখ্যমন্ত্রীর সামনে চলে এল চার পাঁচজন? মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় নিয়ে প্রশ্ন। কমিশনের (Election Commission) নজরে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনা। তদন্ত হলেই বোঝা যাবে কী হয়েছে, জানালেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। প্রাথমিক রিপোর্ট গেল দিল্লিতে। মমতার ওপর হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ। চেতলায় পথ অবরোধ। বিক্ষোভ নাগেরবাজার, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, বাঁকুড়া, মুর্শিদাবাদে। বিজেপি নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনের হাতে রাজ্য পুলিশ। গণতন্ত্রের ওপর হামলা চালিয়েছে কারা? জানতে চায় দেশ, মন্তব্য তেজস্বীর। হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের। করলেন রোড শো। ৭টি মন্দিরে দিলেন পুজো। নন্দীগ্রামে (Nandigram) দলীয় কার্যালয় উদ্বোধনের পর রোড শো শুভেন্দুর (Suvendu Adhikari)। প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)? দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার অন্তর্গত বিধানসভা কেন্দ্র টালিগঞ্জের জন্য নাম সুপারিশ বিজেপির জেলা সভাপতির। চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রের, জানাল রাজ্য নেতৃত্ব। খড়গপুর সদর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন অভিনেতা হিরণ (Hiran Chatterjee)।