Mamata Banerjee Injury : মুখ্যমন্ত্রীর উপর হামলা, কাল রাজ্যজুড়ে কালো পতাকা নিয়ে মৌন মিছিল করবে TMC : পার্থ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চোট পাওয়ার ঘটনায় সাংবাদিক সম্মেলন তৃণমূল কংগ্রেসের (TMC)। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ‘তামিলনাড়ুতে ১ দিনে, অসমে ২ দিনে ভোট হয়, অথচ বাংলায় ৮ দফায় ভোট। নির্বাচন কমিশন দুজন আধিকারিককে বদল করার পর মুখ্যমন্ত্রীর উপর জঘন্য আঘাত করা হয়েছে। সব জায়গায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন বাতিল করার চেষ্টা করা হচ্ছে। পুরুলিয়ার জয়পুরে উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করা হয়েছিল, আজ আদালত তাঁর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে। কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিকেল ৩টে থেকে কালো পতাকা নিয়ে মৌন মিছিল করব। সংবাদমাধ্যম ঘটনাটি নিয়ে অপপ্রচার করছে। হামলার ঘটনাকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola