WB Election 2021: শিল্পেও রাজনৈতিক রং! পদ্ম শিবিরে যোগ দেওয়ায় নাটক থেকে বাদ অভিনেতা
বিধানসভা নির্বাচনের মুখে রাজনৈতিক দলে নাম লেখানো, দলবদল অব্যাহত। বিশেষ করে তারকারা যোগ দিচ্ছেন বিজেপি-টিএমসিতে (BJP, TMC)। রাজনীতির রঙে ভাগ হচ্ছে শিল্পীমহল। এই পরিস্থিতিতে বিজেপিতে যোগ দেওয়ায় নাটকের দল থেকে এক অভিনেতাকে বাদ দেওয়ার অভিযোগ উঠল। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ‘ইচ্ছেমতো’ দলের উৎপল দত্তের লেখা ‘ঘুম নেই’ নাটকে অতিথি শিল্পী হিসাবে অভিনয় করছিলেন কৌশিক কর (Kaushik Kar)। গত ৮ই মার্চ তিনি বিজেপিতে যোগ দেন। এরপরই তাঁকে নাটক থেকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ। ওই নাটকের গ্রুপের ফেসবুক পেজে লেখা হয়, ‘ঘুম নেই’ নাটক থেকে কৌশিক করকে বাদ দেওয়া হল, কারণ বিজেপিতে যোগ দিয়েছে। আর বর্তমান সময়ে সেটাই বাদ দেওয়ার যথেষ্ট কারণ। মেহনতী মানুষের নাটকে সাম্প্রদায়িকতার কোন ঠাঁই নেই। পোস্টটি শেয়ার করেন পরিচালক সৌরভ পালোধী। তিনি জানান, ‘কৌশিক আমার কমরেড ছিল। সাম্প্রদায়িকতা বিরোধী নাটকে বিজেপিতে যুক্ত কাউকে রাখলে বেইমানি করা হবে’।