Mamata Banerjee Meeting: 'পোস্তাবাজারের ব্যবসায়ী-শ্রমিকদের জন্য করোনা হাসপাতালের ব্যবস্থা', ঘোষণা মমতার

Continues below advertisement

পোস্তাবাজারের ব্যবসায়ী  কমিটির অনুরোধ সাড়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । Mamata Banerjee বলেন, ‘বিভিন্ন রাজ্য থেকে যে গাড়িগুলো আসছিল, তাদের বেশিরভাগ ড্রাইভারই করোনা আক্রান্ত ছিল। গতবারের মতো এবারেও করোনা সংক্রমণ ঠেকাতে সমস্ত ব্যবস্থা নিতে হবে। ৩ কোটি ভ্যাকসিন চেয়েছি, ১ লাখ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ১ লাখ ভ্যাকসিনে ৫০ হাজার মানুষের টিকাকরণ হয়, এখানে মানুষ আছে ১০ কোটি। ১০০ জন শ্রমিককে এখন ভ্যাকসিন দেওয়া হবে। বাকিদের পরে দেওয়া হবে। পোস্তাবাজারের ব্যবসায়ী ও শ্রমিকদের জন্য করোনা হাসপাতালের ব্যবস্থা করা হবে। সেই হাসপাতালে গরিবদের জন্য বিনামূল্যে খাবার দিতে অনুরোধ করছি ব্যবসায়ীদের।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram