Chitpur Murder: বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে ‘খুন করে’ চিত্‍পুর থানায় আত্মসমর্পণ স্বামীর

Continues below advertisement

স্ত্রীকে ‘খুন করে’ পুলিশের কাছে আত্মসমর্পণ স্বামীর। চিত্‍পুরে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুন বলে অভিযোগ। চিত্‍পুর (Chitpur Murder) থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত স্বামীর। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। চিৎপুর থানা এলাকার রাজা মণীন্দ্র রোডের একটি ফ্ল্যাটে থাকতেন নিহত মুনমুন দাস, তাঁর স্বামী ও সন্তান। আজ সকাল ১১টা নাগাদ মুনমুন দাসের স্বামী সঞ্জয় দাস থানায় যায় এবং পুলিশকে জানায় যে, সে তার স্ত্রীকে খুন করেছে। ঘটনাস্থলে যায় চিৎপুর থানার পুলিশ। ফরেন্সিক আধিকারিকরাও যান। আপাতত ফ্ল্যাটেই রয়েছে দেহ। পাড়ার মধ্যে এমন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই দেহ পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠাবে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের স্পষ্ট হবে, ওই মহিলার মৃত্যু কীভাবে হয়েছে। ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে পড়েছেন নিহতের পরিজনরা।

ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। মুনমুনের পরিবারের লোকজনদের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে মুনমুনের স্বামী সন্দেহ করত। স্ত্রী কারও সঙ্গে কথা বললেই সন্দেহ করত অভিযুক্ত। সেই সন্দেহেই খুন, নাকি অন্য কোনও কারণে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram