Metro Dairy Probe: মেট্রো ডেয়ারি তদন্তে আজ হাজিরা দেবেন না স্বরাষ্ট্রসচিব, জানালেন ইডিকে

Continues below advertisement

মেট্রো ডেয়ারি তদন্তে (Metro Dairy) আজ রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে (Home Secretary) তলব করেছিল ইডি (ED)। আজ ইডির অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল এইচ কে দ্বিবেদীর (HK Dwivedi)। কিন্তু আজ সিজিও কমপ্লেক্সে আসছেন না তিনি। সকালে মেইল করে সেই কথা জানিয়ে দেন স্বরাষ্ট্রসচিব। মেইলে তিনি জানান, নির্বাচনের (Election) কাজে ব্যস্ত রয়েছেন তিনি। তাকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। তাই উনি আজ হাজিরা দিতে পারবেন না। ফের কবে তাঁকে ডেকে পাঠানো হবে, সেই নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন ইডি আধিকারিকরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram