Mimi Chakroborty: 'টিকা নেওয়ার পর নথিপত্র না পেয়েই পুলিশের দ্বারস্থ হই', কসবায় ভুয়ো টিকাকরণ ক্যাম্প নিয়ে মিমি
সরকারি নথি জাল করে ভুয়ো আইএএস পরিচয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভ্যাকসিনেশন ক্যাম্প চালানোর অভিযোগ। কসবার রাজডাঙা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ সূত্রে খবর, নিজেকে আইএএস এবং কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয় দিয়ে গতকাল কসবায় রাষ্ট্রায়ত্ত শাখায় ভ্যাকসিনেশন ক্যাম্প চালাচ্ছিলেন মাদুরদহের বাসিন্দা দেবাঞ্জন দেব। ওই ভ্যাকসিনেশন ক্যাম্পেই করোনার টিকা নেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakroborty)। এবিপি আনন্দকে মিমি জানিয়েছেন, "আমার কাছে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ আসে। আমি সাধারণ মানুষকে টিকা নিয়ে উদ্বুদ্ধ করতে নিজেও এই ক্যাম্প থেকেই টিকা নেওয়া সিদ্ধান্ত নিই। কিন্তু টিকা নেওয়ার পরে আমার কাছে কোন মেসেজ অথবা ভ্যাকসিন সার্টিফিকেট পৌঁছায়নি। তখনই আমার মনে সন্দেহ হয়। যদিও আমাকে বলা হয় যে বাড়ি পৌঁছনোর আগেই আমার কাছে ভ্যাকসিন সার্টিফিকেট এসে যাবে। যদিও বাড়ি ফিরে ভ্যাকসিন সার্টিফিকেট না পেয়ে আমি খোঁজ নিলে জানানো হয় সার্টিফিকেট পেতে দিন তিনেক সময় লাগবে। তখনই আমি এই গোটা প্রক্রিয়া বন্ধ করে প্রশাসনের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিই। পুলিশের সাহায্য নিয়ে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।"