Separate State Controversy: দিলীপের কড়া বার্তার পরও পৃথক-রাজ্য বিতর্ক জিইয়ে রাখলেন জন বার্লা

Continues below advertisement

দলের তরফে কড়া বার্তার পরেও বঙ্গভঙ্গ-মন্তব্য নিয়ে বিতর্ক জিইয়ে রাখলেন জন বার্লা (John Barla)। বাংলা-ভাগের দাবিতে তাঁর মন্তব্য নিয়ে যুক্তি দিলেন আলিপুরদুয়ারের (Alipurduar) বিজেপি সাংসদ। জন বার্লার দাবি, তিনি বিষয়টি নিয়ে রাজ্যপালের (Governor) দ্বারস্থ হবেন।

এদিকে দলীয় নেতাদের একাংশের পৃথক রাজ্যের দাবি প্রসঙ্গে কড়া মনোভাব দেখালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেছেন যে বাংলা ভাগ হবে না। এটাই দলের মত বলে স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর এই কড়া অবস্থানের পরেই সুর নরম করেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। এক বিজেপি সাংসদ চাইছেন পৃথক উত্তরবঙ্গ রাজ্য, অপর বিজেপি সাংসদ দাবি করছেন আলাদা জঙ্গলমহল (Jangalmahal) রাজ্যের। যা নিয়ে বিজেপির বিরুদ্ধে বঙ্গভঙ্গের অভিযোগে সরব তৃণমূল (TMC)। সূত্রের দাবি, মঙ্গলবার বিজেপি মিডিয়া সেলের বৈঠকে সদস্যদের একাংশ দিলীপ ঘোষের কাছে অভিযোগ করে জন বার্লা ও সৌমিত্র খাঁ যেভাবে আলাদা রাজ্যের দাবিতে সরব হচ্ছেন, তাতে দলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। দুই সাংসদকে সতর্ক করার দাবি জানানো হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram