Morning Headline: তমোজিৎ-র অনলাইন ক্লাসের সময়েই খুন? সূত্রের খোঁজে পুলিশ। Bangla News
অনলাইন ক্লাসের পর হঠাৎই অফলাইন তমোজিৎ। মাকে খুন করার পর ছেলেকে খুন। পাইপেও মিলল রক্ত। পরিচিত কাউকে দেখেই কী দরজা খুলেছিলেন সুস্মিতা? সূত্রের খোঁজে পুলিশ।
হামলার সময়ে কোনও আর্তনাদ শোনা যায়নি কেন? তাহলে কী অচৈতন্য করে খুন? দুপুরে খুন। প্রায় একই সময়ে কেন দুঘণ্টা বন্ধ ছিল ফোন? স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ। তদন্তে গোয়েন্দা পুলিশ।
ভবানীপুরে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। বিজেপির কে?তালিকায় রুদ্র, প্রতাপ, প্রিয়াঙ্কার সঙ্গে কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ। কেন্দ্রের নজরে লকেট, দেবশ্রী। কেন্দ্রের সম্মতির অপেক্ষা।
ভবানীপুর নিয়ে দলের অস্বস্তি বাড়িয়ে ফের ট্যুইটে কটাক্ষ তথাগত রায়ের (Tathagata Roy)। ভবানীপুর উপনির্বাচনে বিজেপির (BJP) উচিত সুবোধকে প্রার্থী করা। উল্লেখ বিজেপি নেতার। কিন্তু কে এই সুবোধ? নিজের ট্যুইটে প্রশ্ন তথাগতর। যে সুবোধ বিজেপি কার্যালয়ে ফরমাশ খাটে, চপ সিঙাড়া এনে দেয়। নাম না করে বিজেপিকে কটাক্ষ তথাগত রায়ের।