Municipal Elections: আলাদা করে নয়, একসঙ্গে সব পুরসভায় ভোট চান রাজ্যপাল, আজ হাইকোর্টে মামলার শুনানির পর দিন ঘোষণার সম্ভাবনা | Bangla News

Continues below advertisement

আলাদা করে নয়, একসঙ্গে সব পুরসভায় ভোট চান রাজ্যপাল। কমিশনের সঙ্গে বৈঠক। আজ হাইকোর্টে মামলার শুনানির পর দিন ঘোষণার সম্ভাবনা।

সরকারের অঙ্গ নয় নির্বাচন কমিশন। বৈঠকের পরেই কড়া চিঠি রাজ্যপালের। একসঙ্গে ভোট চেয়েও আলাদা ভোটের যৌক্তিকতায় প্রশ্ন। এক্তিয়ার মনে করিয়ে পাল্টা তোপ তৃণমূলের। 

পুরভোট নিয়ে সরকারেরই পথে কমিশন। আপস নয়, সংবিধান মানুন। বৈঠকের পরেই কমিশনারকে রাজ্যপালের পত্রাঘাত। বিজেপির মতো কথা, কটাক্ষ তৃণমূলের। 

ত্রিপুরা পুরভোট স্থগিত চেয়ে তৃণমূলের আর্জি খারিজ। অবাধ-শান্তিপূর্ণ ভোটের জন্য কমিশনের সঙ্গে পুলিশকে বৈঠকে বসতে সুপ্রিম কোর্টের নির্দেশ।

ত্রিপুরায় অবাধ-শান্তিপূর্ণ ভোটের জন্য চাওয়া যাবে আরও বাহিনী। কত বাহিনী প্রয়োজন? কমিশনের সঙ্গে পুলিশকে বৈঠকের নির্দেশ সুপ্রিম কোর্টের। 

দিল্লিতে মমতা। কংগ্রেস ছেড়ে জোড়াফুলে কীর্তি আজাদ, অশোক তানওয়ার। তৃণমূলে যোগ দিলেন জেডিইউয়ের প্রাক্তন সাংসদও। 

পুরভোটের আগে ত্রিপুরা বিজেপিতেও দ্বন্দ্ব। বিপ্লব দেবকে বিজেপি বিধায়কেরই নিশানা।এসটির তালিকায় এসসি প্রার্থী! গ্রুপ ডির পরে এবার আপার প্রাইমারি প্যানেলেও দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা। তদন্ত শুরু হয়েছে, জানাল রাজ্য।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram