Municipal Election : '৪ থেকে ৬ সপ্তাহ ভোট পিছনো হল না কেন?', জবাব চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে নোটিস| Bangla News

Continues below advertisement

"৪ পুরনিগমের ভোট পিছিয়েছে ৩ সপ্তাহ। কোন যুক্তিতে ৩ সপ্তাহ ভোট পিছনো হল? রাজ্য নির্বাচন কমিশনের যুক্তির ভিত্তি কী? ৪থেকে ৬ সপ্তাহ ভোট পিছনো হল না কেন? হাইকোর্টের পরামর্শ ছিল ন্যূনতম ৪ থেকে ৬ সপ্তাহ ভোট পিছনোর। হাইকোর্টের নির্দেশের পরেও তাকে কেন মান্যতা দেয়নি কমিশন?'' প্রশ্ন তুলে হাইকোর্ট অবমাননার নোটিস রাজ্য নির্বাচন কমিশনকে। অবমাননার নোটিস পাঠালেন জনস্বার্থ মামলাকারী বিমল ভট্টাচার্য। ৭ দিনের মধ্যে নোটিসের জবাব না দিলে আদালত অবমাননা মামলার হুঁশিয়ারি। মঙ্গলবার নোটিস পাঠানো হয়েছে কমিশনকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram