Narada Case Hearing: 'এতদিন পর নারদে হলফনামা কেন?' রাজ্যকে প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির

Continues below advertisement

নারদে (Narada Case) হলফনামা পেশ করার আবেদনপত্রের শুনানি। রাজ্যের হয়ে সওয়াল অ্যাডভোকেট জেনারেলের। "কেন হলফনামা জমা করতে চায় রাজ্য?" প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। "প্রথম দিন থেকে মামলায় ছিলেন, কেন হলফনামা জমা করেননি?" রাজ্যকে প্রশ্ন রাজেশ বিন্দালের। "৭ জুন রাজ্য হলফনামা জমা দেওয়ার আবেদন জানিয়েছে। ঘটনার সব তথ্য রাজ্য সরকারের কাছে রয়েছে।" আদালতে উল্লেখ অ্যাডভোকেট জেনারেলের। "আইন-শৃঙ্খলা, নিরাপত্তা রাজ্যের বিষয়। তাই আদালতে হলফনামা জমা দেওয়া প্রয়োজন।" সওয়াল অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর। "২৭ মে থেকে রাজ্য মামলায় যুক্ত, আইন মোতাবেক পাব ৪ সপ্তাহ।  ৭ জুন আবেদন করায় নির্ধারিত সময় পেরোয়নি।" শুনানিতে সওয়াল অ্যাডভোকেট জেনারেলের। "মনে করুন, চার সপ্তাহে শুনানি শেষ হল। তাহলে কি শুনানি শেষের পরেও হলফনামা গ্রহণ করতে হবে?" অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। "এই বিষয়ে শুনানি বেশিদিন চলতে পারে না। এই আবেদনের শুনানি যত দ্রুত সম্ভব শেষ করতে হবে।" এজিকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের।

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) পুলিশের জালে দেবাঞ্জন দেবের আরও ২ সহযোগী। ধৃতদের মধ্যে রয়েছেন দেবাঞ্জনের খুড়তুতো দাদা কাঞ্চন দেব (Kanchan Deb)। পুলিশ নিশ্চিত যে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন কাঞ্চন। গ্রেফতার হওয়ার আগে গতকাল কসবা থানায় লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছেন দেবাঞ্জনের খুড়তুতো দাদা কাঞ্চন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram