Narada Scam Probe : সলমন খান, সঞ্জয় দত্তের মামলাও হয়েছে, হেভিওয়েট বলে আদালত প্রভাবিত হয়নি: অভিষেক মনু সিঙ্ঘভি

Continues below advertisement

হাইকোর্টে শুরু নারদ-মামলার শুনানি। চার হেভিওয়েটের জামিন স্থগিতাদেশ পুনর্বিবেচনা আর্জির শুনানি শুরু। "যখন মামলার শুনানি চলছে তখন আইনমন্ত্রী কেন গেছেন?" অভিষেক মনু সিঙ্ঘিভিকে প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের। "এই মহামারীর সময় আদালত পর্যন্ত বলেছে গুরুতর অপরাধ ছাড়া কাউকে গ্রেফতার না করতে। আর সিবিআই (CBI) এভাবে গ্রেফতার করছে।" আদালতে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির। "সলমান খান, সঞ্জয় দত্তের মামলাও আদালতে হয়েছে। তাঁরা হেভিওয়েট বলে তো আদালত প্রভাবিত হয়নি।" আদালতে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির। "মন্ত্রী আদালত কক্ষে ছিলেন না।" আদালতে জবাব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram