Narada Scam Probe: কেমন আছেন ফিরহাদ, মদন, শোভন, সুব্রত ?

চরম মানসিক চাপ ও উত্কণ্ঠা জনিত কারণে এসএসকেএমে ভর্তি সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের রক্তচাপ ও সুগারের মাত্রা ওঠানামা করছে। খবর হাসপাতাল সূত্রে। পাশাপাশি হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রর বুকের সিটি স্ক্যান করা হয়েছে। পুরনো সিওপিডি সমস্যা ছাড়াও কোভিডজনিত দুর্বলতা রয়েছে। টানা অক্সিজেনের বদলে তাঁকে মাঝে মাঝে সি-প্যাপ দেওয়া হচ্ছে। 

হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্রের সমস্যা জনিত কারণে শোভন চট্টোপাধ্যায়ের ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। পাশাপাশি রক্তের নমুনার বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে প্রাক্তন মেয়রের। আজ মেডিক্যাল বোর্ডের সদস্যরা সেই রিপোর্ট খতিয়ে দেখবেন। 

এসএসকেএম সূত্রে খবর, তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও, উৎকণ্ঠা জনিত কারণে রক্তচাপ ও সুগারের মাত্রা ওঠানামা করছে সুব্রত মুখোপাধ্যায়ের। বর্ষীয়ান নেতার নিয়মিত ওষুধের তালিকা কিছুটা পরিবর্তন করেছেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। আজ রিপোর্ট মেলার পর আরও কিছু ওষুধ পরিবর্তন হতে পারে।

অন্যদিকে, প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেল হেফাজতে থাকা ফিরহাদ হাকিমের জ্বর কমেছে। রাতে বাড়ির খাবার খেয়েছেন। রাত পর্যন্ত আইনজীবীদের সঙ্গে কথাও বলেন ফিরহাদ হাকিম। আজ ফের তাঁকে পরীক্ষা করবেন জেল হাসপাতালের চিকিত্সকরা।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola