Morning Headlines: নারদকাণ্ডের ৪ নেতার জামিন স্থগিতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদনে আজ ফের হাইকোর্টে শুনানি
হাইকোর্টে নারদকাণ্ডের (Narada Case) চার হেভিওয়েট নেতার জামিন স্থগিতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদনে আজ দুপুর ২টোয় ফের শুনানি। আপাতত জেল হেফাজতে ফিরহাদ (Firhad Hakim), সুব্রত (Subrata Mukherjee), মদন (Maddan Mitra), শোভন (Sovan Chatterjee)। চার্জশিট পেশ হয়ে গিয়েছে, এঁরা তদন্তে অসহযোগিতা করছেন এমন কোনও অভিযোগ আছে? করোনাকালে শুধু শুধু চার হেভিওয়েটকে জেলে রাখার কী প্রয়োজন? নারদ মামলায় সিবিআইয়ের (CBI) আইনজীবীকে প্রশ্ন বিচারপতির। সিবিআইয়ের কাজে বাধা দেওয়া হচ্ছে, ন্যায্য বিচার না হওয়ার চেষ্টা করা হচ্ছে, দাবি সলিসিটর জেনারেলের। অভিযুক্তদের না জানিয়ে আদালতে মামলা, তখন ন্যায়বিচারের কথা মনে ছিল না? পাল্টা অভিষেক মনু সিঙ্ঘভি (Abhishek Manu Singhvi)। নিজাম প্যালেস (Nizam Palace) ঘেরাও হয়েছে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ঢুকে গ্রেফতারের কথা বলেছেন, আইনমন্ত্রী আদালতে থেকে বিচারকের ওপর চাপ সৃষ্টি করেছেন, সওয়াল সলিসিটর জেনারেলের। গণতান্ত্রিক প্রতিবাদ, কাজে বাধা নয়, পাল্টা সিঙ্ঘভি। সলমন-সঞ্জয় হেভিওয়েট হলেও তো আদালত প্রভাবিত হয়নি, দাবি সিঙ্ঘভির। নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রীর উপস্থিতি কীভাবে ব্যাখ্যা করবেন? প্রশ্ন বিচারপতির। ফিরহাদ নিজে কর্মীদের শান্ত থাকতে বলেছিলেন, সওয়াল সিঙ্ঘভির। আইন ভেঙে চার হেভিওয়েটকে গ্রেফতারের অভিযোগ, সিবিআইয়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya)। মহামারি আইন ছাড়াও একাধিক ধারায় মামলা। রাজভবনের (Raj Bhavan) সামনে ভেড়ার পাল নিয়ে প্রতিবাদ, পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্যুইট রাজ্যপালের। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব। করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থা স্থিতিশীল। বাইপ্যাপের সাহায্যে শরীরে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের বেশি। মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি।