Narda Case: বিচারব্যবস্থায় চাপ তৈরির চেষ্টা, অভিযোগ CBI-এর আইনজীবীর, আজ ফের শুনানি

Continues below advertisement

নারদ মামলা স্থানান্তরের সিবিআই-এর আবেদনের প্রেক্ষিতে, বুধবার ফের কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি হবে।

মঙ্গলবার সকালে, শুনানি শুরু হতেই, সলিসিটর জেনারেল তথা সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা বলেন, আমরা এখানে জামিন খারিজের আবেদন করিনি। আমরা চাই, গ্রেফতারির পর নিম্ন আদালতের যাবতীয় বিচারপর্বের ওপর স্থগিতাদেশ দিক বৃহত্তর বেঞ্চ। এবং গোটা প্রক্রিয়াকে কলুষিত বা বিকৃত করা হয়েছে বলে ঘোষণা করুক হাইকোর্ট।এটা করতে গিয়ে যদি জামিন খারিজ করতে হয় তাহলে তাই করুক আদালত। তিনি আরও বলেন, ৪ হেভিওয়েটের গ্রেফতারির পর যা হয়েছে, তা দেশ তো বটেই, বিশ্বের ইতিহাসে কখনো হয়েছে কিনা, সন্দেহ আছে। ক্যাবিনেটের সদস্যরা গিয়ে ধর্না দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার এবং দুর্ভাগ্যজনক। 
গ্রেফতারির দিনের ঘটনাক্রম ব্যাখ্যা করে, সিবিআই আইনজীবী তুষার মেহতা বলেন, পরিকল্পিত এবং সংগঠিত ভাবে লোক নিয়ে এসে CBI অফিস ঘেরাও করা হয়েছে, পাথর ছোঁড়া হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram