National Doctors' Day 2021: 'তৃতীয় ঢেউতে শিশুরাই বেশি আক্রান্ত হবে, এটা জোর দিয়ে বলা যাবে না', মত চিকিৎসক জয়দেব রায়ের

Continues below advertisement

করোনার তৃতীয় ঢেউ শিশুদের জন্য কতটা ক্ষতিকর? টিকাকরণ কতটা প্রয়োজন? এপ্রসঙ্গে চিকিৎসক জয়দেব রায় (Dr. Joydeb Roy) বলেন, “করোনা (Corona) মহামারীতে আমরা গোটা দেশে প্রায় দেড় হাজারের বেশি চিকিৎসককে হারিয়েছি। অনেক বিশেষজ্ঞই বলছেন যে করোনার তৃতীয় ঢেউয়ে (Third Wave) শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এই ভাবনাটা এসেছিল, কারণ ভেবে নেওয়া হয়েছিল যে এতদিন শিশুরা কম আক্রান্ত হয়েছে, ফলে সন্দেহ রয়ে গিয়েছে। কিন্তু জানা গিয়েছে, করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউতে শিশুরা এবং বড়রা প্রায় সমানভাবেই আক্রান্ত হয়েছে। প্রথম ঢেউতে শিশুরা উপসর্গহীন ছিল। দ্বিতীয় ঢেউয়ের সময় অনেক উপসর্গ ছিল তবে মৃদু উপসর্গ থাকায় অনেকেই গুরুত্ব দেননি। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে পজিটিভ কেস আমরা অনেক পেয়েছি। সুতরাং তৃতীয় ঢেউতে যে শিশুরাই বেশি আক্রান্ত হবে, এমনটা জোর দিয়ে বলা যাবে না। তবে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শিশুদের টিকাকরণে অনুমতি দিয়ে দিলেই হবে না, তা কতটা নিরাপদ সেদিকেও নজর দিতে হবে। নিরাপদ নয়, এমন অবস্থায় কোনও শিশুকেই আমরা টিকা দিতে চাইব না। ভাবতে হবে, বাচ্চারা কী করে আক্রান্ত হল? তারা তো বাইরে বেরোয়নি। বড়দের কাছ থেকেই পেয়েছে। সেক্ষেত্রে বড়দের টিকাকরণ প্রয়োজন। এখন পার্সোনাল হেলথের থেকে কমিউনিটি হেলথের দিকে বেশি নজর দিতে হবে।“

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram