National Doctors' Day 2021: 'দ্বিতীয় ঢেউ এখনও চলে যায়নি, প্রয়োজন দীর্ঘমেয়াদী প্রস্তুতি', বললেন শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়
কতটা ক্ষতিকারক করোনার তৃতীয় ঢেউ? কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আজ চিকিৎসক দিবসে (National Doctors’ Day) ডা. শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় (Dr. Syamasis Bandyopadhyay) বলেন, “আমাদের মনে রাখতে হবে করোনার দ্বিতীয় ঢেউ (Second Wave) কিন্তু এখনও বর্তমান। দ্বিতীয় ঢেউ যে চলে গিয়েছে, এমনটা নয়। এখনও দিনে হাজারের আশেপাশের মৃতের সংখ্যা। প্রথম ঢেউয়ের পর আমরা ভেবেছিলাম, করোনা শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় ঢেউ আমাদের এইটুকু শিখিয়েছে যে করোনা শেষ হয়নি। করোনা আছে এবং সেই কারণে আমাদের দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তবে প্রস্তুতি তখনই ঠিক, যখন তা দিন দিন উন্নত হবে। চিকিৎসকরা কিন্তু মানুষের সঙ্গে নার্স, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সমষ্টিগতভাবে কাজ করেন। আমাদের সমস্ত দিক ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। বড়দের, বাচ্চাদের সবার কথা ভেবেই প্রস্তুতি নিতে হবে। আমরা কিন্তু দ্বিতীয় ঢেউয়ের শুরুতে প্রস্তুতির অভাবেও অনেক পরিচিতকে হারিয়েছি। করোনার তৃতীয় ঢেউ (Third Wave) কম ক্ষতিকারক ভেবে বসে থাকলে হবে না, আমাদের প্রস্তুতিটা ক্রমগত নিয়ে যেতেই হবে।“