National Doctors' Day: মহামারীকালে কীভাবে ভালো রাখা যাবে পরিবারের ছোট্ট সদস্য়টিকে? এবিপি লাইভকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন চিকিৎসক জয়দেব রায়

Continues below advertisement

করোনার প্রথম ঢেউয়ের থেকেও দ্বিতীয় ঢেউ চোখ রাঙিয়েছে শিশুদের । বহু শিশু আক্রান্ত হয়েছে করোনায় এবং পরবর্তী অসুখে । কিছু ক্ষেত্রে তা হয়েছে ভয়াবহ। তবে কি থার্ড ওয়েভ সত্যি সত্যি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে শিশুদের কাছে? অতিমারী পরিস্থিতিতে কীভাবে ভালো রাখা যাবে পরিবারের ছোট সদস্যটিকে? সবকিছু নিয়ে ন‍্যাশনাল ডক্টর'স ডে - তে এবিপি লাইভ -এ একান্ত আলোচনায় চিকিৎসক জয়দেব রায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram