National Doctors' Day: মহামারীকালে কীভাবে ভালো রাখা যাবে পরিবারের সদস্যটিকে? এবিপি লাইভকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন চিকিৎসক জয়দেব রায়

Continues below advertisement

করোনার প্রথম ঢেউয়ের থেকেও দ্বিতীয় ঢেউ চোখ রাঙিয়েছে শিশুদের । বহু শিশু আক্রান্ত হয়েছে করোনায় এবং পরবর্তী অসুখে । কিছু ক্ষেত্রে তা হয়েছে ভয়াবহ। তবে কি থার্ড ওয়েভ সত্যি সত্যি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে শিশুদের কাছে? অতিমারী পরিস্থিতিতে কীভাবে ভালো রাখা যাবে পরিবারের সদস্যটিকে? সবকিছু নিয়ে ন‍্যাশনাল ডক্টর'স ডে - তে এবিপি লাইভ -এ একান্ত আলোচনায় চিকিৎসক জয়দেব রায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram