Kolkata News: জলমগ্ন বেহালার ১২২ নম্বর ওয়ার্ডে কালিপদ মুখার্জি রোডের ইস্ট পার্ক, সমস্যায় বাসিন্দারা

ABP Ananda LIVE: বেহালায় বাড়ির বাইরে জমে জল, বাড়ির বাইরে পা রাখতে পারছেন না বাসিন্দারা। জলমগ্ন বেহালার ১২২ নম্বর ওয়ার্ডে কালিপদ মুখার্জি রোডের ইস্ট পার্ক। বাড়ির বাইরে জমে জল, চিকিৎসককে ডাকলেও আসতে চাইছেন না। জলের তলায় এলাকা, ঢুকছে না গাড়িও, প্রবল সমস্যায় বাসিন্দারা।

 

'এর উত্তর নৌশাদ সিদ্দিকি ও সওকত মোল্লা দিতে পারবে', কোন উত্তরের কথা বললেন শুভেন্দু

'এর উত্তর নৌশাদ সিদ্দিকি ও সওকত মোল্লা দিতে পারবে', কোন উত্তরের কথা বললেন শুভেন্দু । উত্তপ্ত ভাঙড়ে ফের খুন। ঝরল রক্ত। নৃশংসভাবে খুন হয়ে গেলেন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ। স্থানীয় সূত্রে খবর, এই তৃণমূল নেতা যথেষ্ট পরিচিত এলাকায়, বিধায়ক সওকত মোল্লার ঘনিষ্ঠ। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার তৃণমূল নেতার রাতে বাড়ি ফিরছিলেন। সেখানেই ঘাপটি মেরে ছিল আততায়ীরা। তৃণমূলের অঞ্চল সভাপতি কাছাকাছি আসতেই তাঁকে পরপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। মাটিতে লুটিয়ে পড়েন রাজ্জাক। মৃত্যু নিশ্চিত করতে এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে দুষ্কৃতীরা। খুনের ধরন দেখেই পুলিশের অনুমান, অনেকদিন ধরেই তক্কে তক্কে ছিল আততায়ীরা। একেবারে পরিকল্পনামাফইকই খুন করা হয়েছে সওকত মোল্লার ঘনিষ্ঠ এই নেতাকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola