Kolkata News: পথ সচেতনতাকেই তুলে ধরল ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিক্যালস টেকনিক্যাল অফিসার্স অ্যাসোসিয়েশন।

Continues below advertisement

ABP Ananda Live: প্রতিদিন রাস্তাঘাটে ঘটে যাচ্ছে একের পর এক দুর্ঘটনা। বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে দুর্ঘটনার কারণ গাড়ির বেপরোয়াভাবে গতি। অনেক সময়েই আবার সামনে আসছে, পর্যাপ্ত প্রশিক্ষণই ছিল না চালকের। এবার তাদের বার্ষিক সমাবেশে, অন্যতম বিষয় হিসাবে এই পথ সচেতনতাকেই তুলে ধরল ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিক্যালস টেকনিক্যাল অফিসার্স অ্যাসোসিয়েশন। ইকো পার্কে আয়োজন করা হয় এই বার্ষিক সমাবেশ। এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন পরিবহণ দফতরের কর্তারাও। 

 মহারাষ্ট্রে ঐতিহাসিক জয়ের পর শনিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে অবস্থিত বিজেপির সদর দফতরে আয়োজিত বিজয় উৎসবে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi। সেখানে বক্তব্য রাখার সময়ে মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি (Mahayuti) জোটের রের্কড জয়ের জন্য সেখানকার মানুষকে অভিনন্দন জানানোর পাশাপাশি কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি জোটকে কটাক্ষ করেন তিনি। বলেন, "মহারাষ্ট্রের মানুষ নেতিবাচক ও পরিবারতান্ত্রিক রাজনীতিকে পরাজিত করেছেন।" পাশাপাশি জানান মহারাষ্ট্রের জয় উন্নত ভারত গড়ার কাজকে আরও শক্তিশালী করেছে। 

দিল্লির সদর দফতরে হাজির হওয়া বিজেপি নেতা ও কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "উন্নয়ন, সুশাসন ও সামাজিক ন্যায়ের জয় হয়েছে মহারাষ্ট্রে। অন্যদিকে পরাজয় হয়েছে মিথ্যা ও কুৎসার রাজনীতির। আজ পরাজয় হয়েছে নেতিবাচক রাজনীতির। আজ পরাজয় হয়েছে পরিবারবাদের। এর ফলে বিকশিত ভারতের সংকল্প আরও জোরদার হল। আমি এই জয়ের জন্য গোটা দেশজুড়ে থাকা বিজেপি ও এনডিএ কর্মীদের অভিনন্দন জানাই।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram