Morning Headlines: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
গোয়ালিয়ার থেকে কলকাতায় পালানোর সময় ১৮ মে টোলপ্লাজায় ক্যামেরাবন্দি দুই গ্যাংস্টারের গাড়ি। সঙ্গে ছিল লিঙ্কম্যান ভরত কুমার। সুমিত কুমারের (Sumit Kumar) নাম ভাঁড়িয়ে নিউটাউনে (Newtown) দুই গ্যাংস্টারের জন্য ফ্ল্যাটভাড়া নিয়েছিল ভরত কুমারই, ব্যবহার অন্যের নামে নেওয়া সিম। শ্বশুরবাড়ির সূত্রে এরাজ্যে যোগাযোগ, শ্যুটআউট-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসাবাদ। নিউটাউনে শ্যুটআউট। ঘর থেকে উদ্ধার প্লাস্টিকের প্যাকেটে করাচির (Karachi) ঠিকানা। রাতে ছেলের মৃতদেহ নিয়ে টেকনো সিটি থানায় জয়পালের বাবা ভুপিন্দর। নিউটাউনে এনকাউন্টারে আহত পুলিশ অফিসারের অবস্থা স্থিতিশীল। বুলেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হলেও ছিঁড়ে যায়নি স্নায়ু। এখনই অস্ত্রোপচার নয়, খবর হাসপাতাল সূত্রে। গত বছরের নভেম্বরে সবকিছু নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল নুসরত (Nusrat Jahan), গয়না আটকে রাখার অভিযোগ উড়িয়ে পাল্টা সাংসদ অভিনেত্রীর বিপুল অঙ্কের গৃহঋণ শোধের দাবি নিখিলের (Nikhil Jain)। নিজেকে প্রতারিত বলে মনে হচ্ছে বলে মন্তব্য। বিয়ে হয়েছিল তুরস্কে, ছিলাম স্বামী-স্ত্রীর হিসেবেই। বারবার রেজিস্ট্রেশন এড়িয়ে গিয়েছিল নুসরতই। গত বছরের অগাস্টে ফিল্মের শ্যুটিংয়ে যাওয়ার পরেই বদলে যায় আচরণ। বিয়ে নয় লিভ-ইন, দাবি খারিজ করে পাল্টা দাবি নিখিলের। নিখিলের সঙ্গে বিয়ের কথা অস্বীকার নুসরতের, লোকসভায় দাঁড়িয়ে তাহলে কি মিথ্যে বলেছিলেন সাংসদ? প্রশ্ন বিজেপির (BJP) আইটি সেলের। কাঁচের ঘরে বসে ঢিল না ছুঁড়ে আগে প্রধানমন্ত্রীর অতীতের হলফনামা দেখুন, পাল্টা তৃণমূল (TMC)। অনুপ্রবেশের অভিযোগে মালদার (Malda) কালিয়াচকে সন্দেহভাজন চিনা নাগরিক গ্রেফতার। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের (BSF) হাতে পাকড়াও। উদ্ধার বেশকিছু ভারতীয় সিম। বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক রাজীব (Rajib Banerjee)। জল্পনা বাড়ালেন ফিরহাদ (Firhad Hakim)। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হচ্ছে নিম্নচাপ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। উপকূলবর্তী এলাকায় জারি সতর্কবার্তা। করোনা আবহে এবারও ভক্তসমাগম ছাড়াই পুরীর (Puri) রথযাত্রা।