Newtown Encounter: গুলির লড়াইয়ে না এনকাউন্টারে মৃত্যু! জয়পাল ভুল্লারের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ পঞ্জাব হাইকোর্টের

নিউটাউনকাণ্ডে মৃত জয়পাল ভুল্লারের মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের নির্দেশ পঞ্জাব হাইকোর্টের। চণ্ডীগড়ে পিজিআই হাসপাতালে কাল সকাল ১০টায় হবে ময়নাতদন্ত। গুলির লড়াই নয়, জয়পালকে এনকাউন্টারে খুনের অভিযোগ বাবার। প্রসঙ্গত, গত ৯ জুন নিউটাউনের সাপুরজি আবাসনে স্পেশাল অপারেশন শুরু করে বিধাননগর পুলিশের এসটিএফ। সেখানে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় পঞ্জাবের কুখ্যাত দুষ্কৃতী জয়পাল ভুল্লারের।  

পুলিশ সূত্রে খবর, ২২ মে থেকে নিউটাউনের ফ্ল্যাটে ভাড়ায় থাকছিল দুষ্কৃতীরা। ১৫ মে লুধিয়ানায় অস্ত্র ছিনতাই করে ২ পুলিশকর্মীকে খুন করে বাংলায় পালিয়ে আসে ২ গ্যাংস্টার। খুনের ঘটনায় অভিযুক্ত জয়পাল ও তার তিন শাগরেদের মাথায় দাম ঘোষণা করা হয় ১৯ লক্ষ টাকা।  এরমধ্যে শুধু জয়পাল ভুল্লারেরই মাথার দাম পুলিশ ঘোষণা করে ১০ লক্ষ টাকা। জয়পাল ভুল্লারের বাবা ছিলেন পঞ্জাবের পুলিশের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর। ফিরোজপুরের বাসিন্দা জয়পাল নিজে ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। বরবারের মেধাবি ছাত্র হলেও ক্রমেই অপরাধ জগতে প্রবেশ করেন তিনি। একাধিক খুন, ডাকাতি, তোলাবাজিতে অভিযুক্ত গ্যাংস্টার জয়পাল। পাতিয়ালায় একটি ব্যাঙ্ক ডাকাতিতেও নাম জড়ায় জয়পালের। আরও একটি ব্যাঙ্ক থেকে ৩০ কেজি সোনা লুঠে অভিযুক্ত ছিল সে। ৪০টির বেশি অভিযোগ ছিল তার নামে। জানা গিয়েছে, ২০১৬ সালে ভাটিন্দায় খুন হয় জয়পাল ভুল্লারের বন্ধু শের খুব্বা। বদলা নিতে হিমাচল প্রদেশে গিয়ে একজনকে খুন করে জয়পাল। নিহত জয়পাল সম্পর্কে এমনই তথ্য পুলিশের হাতে। পঞ্জাব পুলিশের থেকে খবর পেয়েই অভিযানে রাজ্য পুলিশের এসটিএফ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola